Sunday, August 11, 2013

শ্রাবনী সন্ধ্যা

আমি আত্মদর্শন করে পেলাম যে তোমায় মনের ক্ষণে, অঙ্গের প্রানে
তার ঝিরি মিরি শব্দ সকাল বিকেলে ঝরে পরে সেই কানে,
মল্লিকা পৃথ্বীর সেই জ্ঞানে, তরাতল মাটির তাকানি,
চারে দিকে বরণ করি তোমারি গানের শব্দে সকাল,
বাঁশির ধুনে ধুনো, মেঘের বডির রাত,
প্রেমের আলাপ শ্রাবনী সবুজ পাতার মত পাল্টে গেল
সন রঙের সন্ধ্যা প্রকাশ তাকিয়ে বলে পাত!

No comments:

Post a Comment