আমার মনের ব্যাথা অনেক...
তোমার মনের কথা অনেক...
সেই কথাটি জানলে পরে,
বিবরণ টি দিলে পরে
ছহু দিকে মানন্সয়ী,
সখা-সখীদের মাতম শুনি,
তাই যে বলি, বলব না গ,
আমার সেই বেথা যে
বললে পরে হবে না,
সেই একটা বনের মত,
যে ধনুর দমন তা ছেদী,
রিপুর দিকে দৌড়ে পড়ে,
এই কথাটা জানলে পরে,
কি রিপুটা রিপু নযে,
বান তা কহু ফিরে আসেনা,
সেই সময় দক্ষ ই,
তো মনের কালের কারণ হবে
তাই ভেবে আজ বসব না
নিজের মনের বেথা বলতে,
এই আসা নিয়ে যে কাল দিবাকরের কিরণ,
এই সন্দেশ নিয়ে আসবে,
মনের বেথাটি তোমারি কথা,
তাই বুঝব, সে ব্যাথা নযে...
No comments:
Post a Comment